আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কারিগরি শিক্ষার উন্নয়ন ও ৬ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে চলমান ছাত্র আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে 'কারিগরি ছাত্র আন্দোলন' প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনের সেল সম্পাদক মো. সাব্বির আহমেদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে দেশব্যাপী বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে চলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি কমিটি গঠন করেছে। এই কমিটি শিক্ষার্থীদের ৬ দফা দাবির বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করবে।
কমিটিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন), যুগ্ম সচিব (কারিগরি অধিশাখা-১), আইডিইবি, আইইবি, সাবেক পলিটেকনিক অধ্যক্ষ, ডিটিই-এর পরিচালক, ইঞ্জিনিয়ারিং কলেজের প্রকল্প পরিচালক এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করে রূপরেখা প্রণয়নে তিন সপ্তাহ সময় চেয়েছে। এই অগ্রগতি ও আন্তরিকতাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করে আন্দোলনকারীরা আপাতত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।
তবে শিক্ষার্থীরা সতর্ক করে জানান, ৬ দফা দাবি বাস্তবায়নে গড়িমসি বা আশ্বাসভঙ্গ হলে আন্দোলন পুনরায় শুরু হবে এবং তা আরও তীব্র হবে।
আন্দোলনকারীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট সব বিভাগ ও মন্ত্রণালয় দ্রুত দাবি বাস্তবায়ন করে দেশের কারিগরি শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে।
১৩১ বার পড়া হয়েছে