পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীর মামলা, তদন্তে পিবিআই

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তাঁর গৃহকর্মী পিংকি আক্তার।
মামলাটি দায়ের হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে।
আদালতের বেঞ্চ সহকারী পুলক চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি দায়ের হয়েছে গত মঙ্গলবার। তবে গণমাধ্যমে এটি জানাজানি হয়েছে আজ (মঙ্গলবার)। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পাশাপাশি মামলাটি তদন্ত করে আগামী ৮ মে’র মধ্যে প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, “এমন কোনো মামলার বিষয়ে আমরা এখনো জানি না। বিষয়টি খোঁজ নিচ্ছি।”
এর আগে গত ৩ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন গৃহকর্মী পিংকি আক্তার। সেই সূত্র ধরেই মূলত মামলাটি আদালতে গড়ায়।
উল্লেখ্য, পরীমনির বিরুদ্ধে এটিই প্রথম অভিযোগ নয়। ২০২২ সালের ১৮ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ তাঁর বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে একটি নালিশি মামলা করেছিলেন, যার বিচার এখনো চলমান। এছাড়াও পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার বিচারাধীন রয়েছে। অন্যদিকে পরীমনি নিজেও একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন, যেটিও আদালতে বিচারাধীন।
১১৩ বার পড়া হয়েছে