সর্বশেষ

প্রবাস

যুক্তরাষ্ট্র থেকে ৩৪ বাংলাদেশি ফেরত পাঠানো হয়েছে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র প্রশাসনের কড়াকড়ি অভিবাসননীতির আওতায় সম্প্রতি ৩৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৬ মার্চ থেকে সোমবার (৪৬ দিনের মধ্যে) এসব বাংলাদেশিকে বিভিন্ন দফায় দেশে ফেরত পাঠানো হয়। তাঁদের অনেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসনসংক্রান্ত মামলায় পরাজিত হওয়ার পরও সেখানে বসবাস করছিলেন। ফেরত পাঠানোদের মধ্যে কয়েকজন যুক্তরাষ্ট্রে ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়। এরই অংশ হিসেবে বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হলো।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যাঁরা যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হেরে গেছেন এবং ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, তাঁদের বিষয়ে আগেই মন্ত্রণালয়কে অবহিত করা হয়। কর্মকর্তারা আরও জানান, ভবিষ্যতে আরও বাংলাদেশিকে ফেরত পাঠানো হতে পারে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন