অবশেষে তসলিমা নাসরিনের থেকেও বাঁচলো না হিরো আলম

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনির দাম্পত্য কলহ নিয়ে এবার মুখ খুলেছেন বিতর্কিত প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন।
ফেসবুক পোস্টে হিরো আলমের সাম্প্রতিক আচরণকে তীব্র ভাষায় সমালোচনা করে তিনি সেটিকে "চরম পুরুষতান্ত্রিকতা" হিসেবে অভিহিত করেছেন।
সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তসলিমা লেখেন,
"মাঝে মাঝে ভাবি, রিয়ামনির মতো স্মার্ট মেয়ে কী কারণে হিরো আলমের মতো একজনকে বিয়ে করেছিল! টাকার জন্য? খ্যাতির জন্য? ভেবেছিলাম, অন্তত নারীদের প্রতি সম্মানবোধ থাকবে তার। কিন্তু আমি ভুল ভেবেছিলাম।"
তিনি অভিযোগ করেন, রিয়ামনির প্রতি আলমের ব্যবহার ‘নারীবিদ্বেষী’ এবং ‘সহিংস’।
“রিয়ামনি স্বামীর অনুমতি ছাড়া বাইরে গেছে, ভিডিও বানিয়েছে, অসুস্থ শ্বশুরের পাশে সেভাবে থাকেনি—এইসব অভিযোগ তুলে আলম যে ভাষায় রিয়ামনিকে আক্রমণ করছে, তা চরম পুরুষতান্ত্রিক মানসিকতারই প্রকাশ,” — বলেন তসলিমা।
তার মতে, হিরো আলমের মতো চরিত্ররা সমাজে এমন একটি বার্তা ছড়িয়ে দিচ্ছে যেখানে স্ত্রীকে একটি 'দাসী' রূপে দেখা হয়। তিনি লিখেছেন,
“স্বামী পরকীয়া করলেও স্ত্রীকে পতিব্রতা হতে হবে, স্বামীর সব নির্দেশ মানতে হবে—এই শিক্ষা দিচ্ছে হিরো আলম। যেন স্ত্রী মানুষ নয়, কেবল ক্রীতদাসী।”
পোস্টের শেষে রিয়ামনিকে উদ্দেশ করে তসলিমা লেখেন,
“এই নারীবিদ্বেষী সমাজে পাছে লোকে কিছু বলবে—এই ভয় উপেক্ষা করে নিজের পরিচয়, নিজের যোগ্যতা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াও।”
তবে সমালোচকরা বলছেন, বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বারবার বিভ্রান্তিকর ও একপাক্ষিক তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছেন তসলিমা নাসরিন। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সামাজিক বিভিন্ন ইস্যুতেও তিনি তার মতামতের মাধ্যমে বিভাজন তৈরি করছেন বলে অভিযোগ রয়েছে।
১০২ বার পড়া হয়েছে