জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ড আপিলের শুনানি ৬ মে

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৫:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য আগামী ৬ মে দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
ওইদিন মামলাটি সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় শীর্ষে থাকবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আজহারের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও আইনজীবী শিশির মনির। এসময় জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা—সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল আদালতে উপস্থিত ছিলেন। জামায়াতঘনিষ্ঠ আরও অনেক আইনজীবীকেও আদালত কক্ষে দেখা যায়।
গত ২৬ ফেব্রুয়ারি, আপিল বিভাগ আজহারের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন গ্রহণ করে মূল আপিল শুনানির অনুমতি দেয়। এটি মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম কোনো রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি পাওয়ার নজির।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রংপুরে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা, হত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধে আজহারকে মৃত্যুদণ্ড দেন। ২০১৯ সালের ২৩ অক্টোবর, সেই রায় বহাল রাখে আপিল বিভাগ।
পরবর্তীতে ২০১৫ সালের ২৮ জানুয়ারি, ১১৩টি যুক্তি তুলে ধরে ২৩৪০ পৃষ্ঠার আপিল দাখিল করেন আসামিপক্ষ। আপিল শুনানির জন্য এটিকে "প্রহসনের রায়" বলেও দাবি করেছে জামায়াতে ইসলামী।
এ মামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আগ্রহে রয়েছে রাজনৈতিক অঙ্গনসহ দেশবাসী।
১১০ বার পড়া হয়েছে