সর্বশেষ

রাজনীতি

দ্বিতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংবিধানসহ পাঁচটি খাতের সংস্কার নিয়ে আলোচনা অব্যাহত রাখতে দ্বিতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বেলা ১১টা থেকে এই বৈঠক শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আবু মো. মনিরুজ্জামান খান।

বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে গত ২০ এপ্রিল দ্বিতীয় দফায় বিএনপির প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিল। সেদিন সকাল থেকে শুরু হয়ে মধ্যাহ্নভোজ বিরতির পর সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈঠক চলে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্য রয়ে যাওয়ায় আলোচনা চূড়ান্ত করতে পারেনি উভয়পক্ষ।

বিশেষ করে, “এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না” — এমন একটি প্রস্তাব নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। আজকের বৈঠকে এই প্রস্তাবসহ বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। এরপর ১৫ ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে। চলমান এই সংলাপের অংশ হিসেবে ২০ মার্চ থেকে সংসদ ভবনের এলডি হলে কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করে আসছে।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৯টি রাজনৈতিক দলের কাছে সুপারিশ পাঠানো হলেও এখন পর্যন্ত ৩৪টি দল তাদের মতামত জমা দিয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন