সর্বশেষ

আন্তর্জাতিক

পোপের মৃত্যুতে শোকের ছায়া: রোমে হবে শেষকৃত্য, অংশ নেবেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই। ভ্যাটিকান সূত্র জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকান সিটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুর কারণ হিসেবে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত রোগে ভুগছিলেন পোপ ফ্রান্সিস। এক মাস হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গত ২২ মার্চ তাকে ছাড়পত্র দেওয়া হয়।

বিশ্বজুড়ে পোপের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ভ্যাটিকান জানিয়েছে, আগামী ৪ থেকে ৬ দিনের মধ্যে সীমিত পরিসরে পোপের শেষকৃত্যানুষ্ঠান আয়োজন করা হবে। শত বছরের রীতি ভেঙে এবার ভ্যাটিকানের পরিবর্তে রোমেই তাকে সমাহিত করা হবে, যা পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোপের শেষকৃত্যে অংশ নিতে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন বলেও নিশ্চিত করেছে ভ্যাটিকান।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন