সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯, শরণার্থী ক্যাম্পেও হামলা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৪:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (২১ এপ্রিল) নতুন করে চালানো হামলায় অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর আক্রমণে শরণার্থী শিবিরের তাঁবুগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন।

এদিকে, গাজার ওপর নিয়ন্ত্রণ জোরদার করছে ইসরায়েল। সংযোগ সড়কগুলো বন্ধ করে উপত্যকাটিকে কয়েকটি ভাগে ভাগ করে ফেলেছে দখলদার বাহিনী। জানা গেছে, ইসরায়েল গাজার প্রায় ৬৯ শতাংশ এলাকাকে ‘নো-গো জোন’ ঘোষণা করেছে—যেখানে ফিলিস্তিনিদের চলাচল কার্যত নিষিদ্ধ।

একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, নেতানিয়াহু সরকার জানুয়ারি মাসে যুদ্ধবিরতির সময় মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের পুনরায় আটক করার পরিকল্পনা করছে, যেন হামাসের ওপর চাপ সৃষ্টি করা যায়।

এদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরীতে হামলার দায় স্বীকার করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে ‘শক্তিশালী প্রতিক্রিয়ার’ হুমকি দিয়েছেন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন