সর্বশেষ

সারাদেশ

পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ মাদক উদ্ধার, আটক ৪

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে বিদেশি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।

সোমবার (২১ এপ্রিল) দিনব্যাপী সদর উপজেলার কাশিপুর, হেমায়েতপুর মালিথা পাড়া ও মোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযান শেষে বিকেলে পাবনার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোরতোজা আলী খান।

আটক ব্যক্তিরা হলেন—পাবনা সদরের দোহারপাড়া এলাকার মৃত শেখ ফরিদের ছেলে জাহিদ হাসান রানা (৩৩), হেমায়েতপুর মালিথা পাড়ার এস এম আজমের ছেলে সাজ্জাদ হোসেন (২৬), কিসমত প্রতাপপুরের আব্দুল জলিলের ছেলে আব্দুল রানা (৪১) এবং মোহরপুর এলাকার কুদ্দুস শেখের ছেলে রাসেল হোসেন (৪৫)।

উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের মধ্যে আছে, একটি বিদেশি পিস্তল, ৭.৬৫ ক্যালিবারের ১৩ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ২২ বোরের ৪৯ রাউন্ড গুলি, একটি তুরস্কের তৈরি ১২ বোর শর্টগান, 
৫ রাউন্ড শর্টগানের গুলি, ৪ হাজার ৫০ পিস ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন। 


ডিবির ওসি হাসান বাসিরের নেতৃত্বে কাশিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদ হাসান রানা কে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে, একই টিম হেমায়েতপুর মালিথা পাড়ায় এস এম আজমের মালিকানাধীন একটি পুকুরপাড়ের টিনশেড ঘরে অভিযান চালায়। সেখানে সাজ্জাদ হোসেন ও আব্দুল রানাকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

অন্যদিকে, ডিবির এসআই (নিঃ) বেনু রায়ের নেতৃত্বে আরেকটি দল মোহরপুর গ্রামে অভিযান চালিয়ে রাসেল হোসেনকে আটক করে। তার ঘরের তোষকের নিচ থেকে একটি বিদেশি শর্টগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকসংক্রান্ত পৃথক মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আটকদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন