সাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যু, আহত আরও একজন

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৭:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার সদর উপজেলার কুশখালী ইউনিয়নের কাকমারি বিলে বজ্রপাতে অমিত্তবান আরা (৪৫) নামের এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
একই ঘটনায় খুকুমনি (৪৭) নামের অপর এক নারী শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অমিত্তবান আরা সদর উপজেলার দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী। আহত খুকুমনি একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় তারা পার্শ্ববর্তী গ্রামের ইদ্রিস আলীর জমিতে ধান বহনের কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঘন মেঘ জমে। শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টি শুরু হলে তারা তড়িঘড়ি করে জমি থেকে ধান নিয়ে বাড়ির পথে রওনা হন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই অমিত্তবান মারা যান এবং খুকুমনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
নিহতের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই কন্যা সন্তানের জননী অমিত্তবান ছিলেন পরিবারে একমাত্র উপার্জনক্ষম সদস্য।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১১০ বার পড়া হয়েছে