সর্বশেষ

জাতীয়

এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে এসির তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২১ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়, যা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্রে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী, অফিস-আদালত ও অন্যান্য প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে।

পরবর্তীতে, বাংলাদেশ ব্যাংক ১৩ এপ্রিল ব্যাংকগুলোকে এই নির্দেশনার আওতায় আনে এবং এবার তা সম্প্রসারিত করে সব আর্থিক প্রতিষ্ঠানেও তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হলো।

গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ এবং বেসরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন