হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল, ইমিগ্রেশন ঢাকায়

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২৯ এপ্রিল থেকে।
হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে এবারও ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’-এর আওতায় বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন সম্পন্ন হবে ঢাকায়। এই সুবিধা পাবেন ৭৭ হাজার হজযাত্রী।
তবে চট্টগ্রাম ও সিলেট থেকে যেসব হজযাত্রী যাচ্ছেন, তারা এই সুবিধার বাইরে থাকবেন। মোট ৮৭ হাজার হজযাত্রীর মধ্যে ঢাকার বাইরে থেকে যাওয়া ১০ হাজার মানুষ ‘রুট টু মক্কা’ ইনিশিয়েটিভের আওতায় আসছেন না।
সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ও ধর্ম মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি ও যাত্রীদের সুবিধা নিশ্চিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বলেন, “মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় হজযাত্রীদের যাত্রা, ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা যাতে নির্বিঘ্ন থাকে, সে বিষয়ে সৌদি প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম জানান, হজযাত্রীদের শতভাগ বাসাভাড়া ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, “৮৭ হাজার হজযাত্রীর মধ্যে ৭৭ হাজার হজযাত্রী ঢাকার হজ ক্যাম্প থেকে রুট টু মক্কা সুবিধা পাবেন। তবে সিলেট ও চট্টগ্রাম থেকে যাত্রারত ১০ হাজার হজযাত্রী এই প্রক্রিয়ার আওতায় আসবেন না।”
১৩২ বার পড়া হয়েছে