ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস আর নেই, বিশ্বজুড়ে অসংখ্য মানুষের গভীর শোক

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্বের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম শ্রদ্ধেয় ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস আর নেই। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভোগার পর আজ সোমবার ভ্যাটিকানের নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভ্যাটিকান সূত্র জানিয়েছে, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে পোপ ফ্রান্সিসকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসের জটিলতা বাড়ায় তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। কিছুদিন আগে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি।
আর্জেন্টিনার বুয়েনস এইরেসে ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন পোপ ফ্রান্সিস। তাঁর প্রকৃত নাম ছিল জর্জ মারিও বারগোগ্লিও। কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর ধর্মজীবনে প্রবেশ করেন তিনি। ১৯৬৯ সালে তিনি ধর্মযাজক হিসেবে অভিষিক্ত হন এবং ১৯৯৮ সালে আর্জেন্টিনায় আর্চবিশপ নিযুক্ত হন।
২০১৩ সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট অবসর গ্রহণের পর তিনি পোপ হিসেবে নির্বাচিত হন। তিনি ছিলেন দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ।
১২ বছরের দায়িত্বকালে পোপ ফ্রান্সিস ক্যাথলিক চার্চে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেন। যৌন নির্যাতনের শিকারদের প্রতি সমর্থন, আদিবাসীদের কাছে ক্ষমা চাওয়া এবং সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ দেওয়ার অনুমতি দিয়ে তিনি গির্জার নীতিতে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন।
পোপ ফ্রান্সিসের সর্বশেষ আত্মজীবনী ‘হোপ’ প্রকাশিত হয় ২০২৫ সালের জানুয়ারিতে। ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সংহতি প্রকাশ করে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন—যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে ক্যাথলিক সম্প্রদায়সহ অসংখ্য মানুষ গভীর শোক প্রকাশ করছেন।
১১৩ বার পড়া হয়েছে