সর্বশেষ

সারাদেশ

পুঠিয়ায় ফ্রিজের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

নিহত শিশুরা হলো, মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) ও একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল দুই শিশু। খেলতে খেলতে পাশের একটি বাড়িতে চলে যায় তারা। সেখানকার একটি পুরনো ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় ফ্রিজে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ করে দুইজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, “ফ্রিজটি আগে থেকেই আর্থিং সমস্যা নিয়ে ছিল। শিশুরা কিছু না বুঝেই সেখানে লুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে তাদের নিথর দেহ খুঁজে পান।”

ঘটনার পরপরই পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। শিশু দুটি দেখতে এলাকাবাসী ভিড় জমায় তাদের বাড়িতে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরিবারের আবেদনের পর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।”

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন