চন্দনাইশে শিক্ষার্থী তামান্না হত্যা: নাজিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৫:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের চন্দনাইশে এইচএসসি শিক্ষার্থী তামান্না নাহিদ ইয়া আরজু হত্যাকাণ্ডে, নিহতের মামা গ্রেফতার হওয়া আসামি নাজিম উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম সরোয়ার এ আদেশ দেন।
নাজিম উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া গ্রামের মৃত ছৈয়দ আহমেদের ছেলে।
মামলার বাদীপক্ষের আইনজীবী জুনাইদ শিবলী জানান, তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, গত ৮ এপ্রিল রাতে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় তামান্না আক্তার আরজুর নানা বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঈদের ছুটিতে তামান্না তার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তিনি পটিয়া সরকারি কলেজের সাবেক এইচএসসি শিক্ষার্থী। একই সময়ে তার মায়ের খালাতো ভাই নাজিমও সেখানে বেড়াতে যান।
পুলিশ জানায়, রাত আনুমানিক ২টার দিকে তামান্নাকে ঘরে না পেয়ে তার নানা খোঁজ শুরু করেন। পরে বাড়ির টয়লেটের মেঝেতে তামান্নার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মুখে ওড়না গুঁজে দেয়া এবং গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখা গেছে।
অভিযুক্ত নাজিম তামান্নাকে ধর্ষণের চেষ্টা চালান এবং পরে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার সময় নানার চিৎকারে নাজিম পালানোর চেষ্টা করে এবং তাকে দা দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পুলিশ ঘটনার তদন্তে নেমে গত ১১ এপ্রিল কক্সবাজার জেলার রামু থানার রশিদনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে নাজিমকে গ্রেফতার করে।
১২১ বার পড়া হয়েছে