ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে উদ্ধারকৃত মরদেহের পরিচয় মিলেছে

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৩৮)।
তিনি উপজেলার সানোরা ইউনিয়নের বাটুলিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় ধামরাই উপজেলা পরিষদের চতুর্থ তলার নির্মাণাধীন ভবনের পশ্চিম পাশের টয়লেটে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরবর্তীতে মরদেহের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও থানায় জানানো হলে নিহত মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। নিহতের ভাই আব্দুল জব্বার জানান, শনিবার সকালে মোহাম্মদ আলী বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু সেদিন আর ফেরেননি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১৫৬ বার পড়া হয়েছে