বিএসএফ ফেরত দিলো বাংলাদেশি জেলেদের ছিনতাই হওয়া তিন নৌকা

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৫:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরের সীমান্ত নদী কালিন্দিতে ছিনতাই হওয়া বাংলাদেশি জেলেদের তিনটি নৌকা অবশেষে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিজিবির কড়া প্রতিবাদ ও টানা দু’দফা পতাকা বৈঠকের পর রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে কালিন্দি নদীর জিরো পয়েন্টে নৌকাগুলো হস্তান্তর করা হয়।
বিজিবি কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুবক্কার জানান, শুধু নৌকাই নয়, নৌকায় থাকা জাল, দোরা, বাজার সদাই ও অর্থসহ সবকিছুই জেলেদের কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
ফ্ল্যাগ মিটিংয়ে বিজিবির পক্ষ থেকে অংশ নেন ক্যাম্প কমান্ডার সুবেদার আবুবক্কার, আর বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন শমসেরনগর ক্যাম্প কমান্ডার রাহুল বার্মা। এ সময় রমজাননগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টুও উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলগুলো সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্ত শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) ভারতের বিএসএফ সদস্যরা স্পিডবোটে করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সুন্দরবনের বয়ারসিং এলাকায় মাছ ধরায় ব্যস্ত জেলেদের তিনটি নৌকা জব্দ করে নিয়ে যায়। ঘটনায় আট জেলে পায়ে হেঁটে দুই দিন পর টেংরাখালী, মানিকপুর ও শৈলখালী গ্রামে ফিরে আসেন। এরপর বিজিবি ঘটনাটিকে গুরুত্ব দিয়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেয়।
১২৮ বার পড়া হয়েছে