ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, পেছানোর প্রয়োজন নেই : আমীর খসরু

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সনদে স্বাক্ষর করে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। তাঁর মতে, নির্বাচন পিছিয়ে ডিসেম্বরের পর করার প্রয়োজন নেই।
রবিবার (২১ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের (জিওপি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, "সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব একত্রিত করে যে সব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা প্রকাশ করতে এক সপ্তাহের বেশি সময় লাগবে না। এই ঐকমত্যের ভিত্তিতেই একটি জাতীয় সনদ তৈরি করে নির্বাচন অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ করা উচিত।"
তিনি আরও জানান, যে বিষয়গুলোতে ঐকমত্য হবে না, তা নির্বাচনের পর সংসদে ম্যান্ডেটের ভিত্তিতে বিবেচনা করা যাবে। “সংস্কার নিয়ে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়,” বলেন তিনি, “এই বিষয়টি খোলাসা করা জরুরি, নয়তো জনগণের মধ্যে ভুল বার্তা যাবে।”
আমীর খসরু জোর দিয়ে বলেন, "নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সমস্যার সমাধান সম্ভব। তাই যত দ্রুত সম্ভব তা করা উচিত।"
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান ও মুখপাত্র ফারুক হাসান উপস্থিত ছিলেন।
১৪৩ বার পড়া হয়েছে