'নারী সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল’

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৪:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সংগঠনটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, কমিশনের উত্থাপিত প্রস্তাব বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক এবং তা "ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল।"
তিনি বলেন, "ইসলামের সঙ্গে যুদ্ধ করতে এলে তার পরিণাম ভয়াবহ হবে। নিজেদেরই পুড়ে ছাই হয়ে যেতে হবে।"
ইমতিয়াজ আলম বলেন, ইসলামসহ অন্যান্য ধর্মেও পতিতাবৃত্তিকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং কুরআনে এর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। তিনি বলেন, "পতিতাবৃত্তি যেভাবেই হোক না কেন— ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, ইসলাম তা ‘জিনা’ হিসেবে বিবেচনা করে। এটি একটি জঘন্য অপরাধ।"
নারী সংস্কার কমিশনের প্রস্তাবকে ‘পশ্চিমা সংস্কৃতির প্রতিফলন’ আখ্যা দিয়ে তিনি বলেন, "এটি কেবল ইসলামের বিরুদ্ধেই নয়, বরং আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের সঙ্গেও সাংঘর্ষিক।"
সংগঠনটির পক্ষ থেকে প্রস্তাবনার প্রতি ঘৃণা প্রকাশ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি মাওলানা ইমতিয়াজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "যদি এই প্রস্তাব দ্রুত প্রত্যাহার না করা হয়, তবে দেশের জনগণ ফুঁসে উঠবে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।"
১৪৪ বার পড়া হয়েছে