রাজনীতি

‘সরকার সংস্কারের নামে ৫০ শতাংশ মানুষকে উপেক্ষা করছে’

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের অভিযোগ করেছেন, সরকার দেশের অর্ধেক জনগণকে উপেক্ষা করে একতরফাভাবে সংস্কার কার্যক্রম চালাচ্ছে, যা বাস্তবায়নযোগ্য নয়।

রোববার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত দলের বর্ধিত সভার দ্বিতীয় দিনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, “বর্তমান সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে একচেটিয়াভাবে সংস্কার প্রস্তাব দিচ্ছে। নির্বাচনে তাদের জয়ের পথ সহজ করতে যে প্রক্রিয়া নেওয়া হচ্ছে, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হওয়া নির্বাচনের চেয়েও ভালো হবে কি না—সে প্রশ্ন এখন উঠছে।”

তিনি আরও বলেন, “সংস্কার নিয়ে যারা কাজ করছেন, তারা যেন এলিয়েন। নির্বাচনের মাধ্যমে যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তারাই প্রকৃত সংস্কার করতে পারবেন।”

জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, জাপাকে দুর্বল করতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, “যারা আগে শেখ হাসিনার সঙ্গে ছিল, তাদের লাঙ্গল প্রতীক দেওয়ার পাঁয়তারা চলছে। এমনকি আমাদের কাউন্সিল আয়োজনেও বাধা দেওয়া হচ্ছে, হল ভাড়া দেওয়া হচ্ছে না।”

দেশে বর্তমানে ‘ফ্যাসিবাদী শাসন’ চলছে বলেও দাবি করেন জি এম কাদের। তিনি বলেন, “নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, যারা সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে। বর্তমান সরকারও একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “ফ্যাসিবাদকে প্রতিহত করতে হবে, প্রয়োজনে রক্ত দিয়ে হলেও। কাউকে আক্রমণের আহ্বান জানাচ্ছি না, তবে আক্রান্ত হলে প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে।”

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন