সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা জোরদার করার নির্দেশ নেতানিয়াহুর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় চলমান সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় শনিবার কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুদ্ধ শুরুর ১৮ মাস পার হলেও সহিংসতার কোনো স্থায়ী সমাধান বা বিরতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। খবর আলজাজিরার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে। ইসরায়েলের প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করায় সেনাবাহিনীকে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি-আমেরিকান নাগরিক এডান আলেকজান্ডার সম্পর্কে তাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। ধারণা করা হচ্ছে, যেসব প্রহরীদের মরদেহ উদ্ধার হয়েছে, তাদের একজনের কাছেই এডান ছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন ছাড়িয়েছে। তবে গাজার সরকারের মিডিয়া অফিস দাবি করেছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সমন্বিত হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০’র বেশি মানুষকে জিম্মি করা হয়।

বর্তমান পরিস্থিতি বিবেচনায়, এ সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির কোনো সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন