হামাসের নতুন ভিডিও: মুক্তির আকুতি জানালেন ইসরায়েলি জিম্মি

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফিলিস্তিনি সংগঠন হামাস তাদের হাতে আটক এক ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে বন্দি এলকানা বোহবোত আবেগঘন বার্তায় নিজের পরিবার এবং ইসরায়েলি সরকারের কাছে মুক্তির আবেদন জানিয়েছেন।
রবিবার (২০ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল হামাসের এই ভিডিও প্রকাশের বিষয়টি নিশ্চিত করে। বোহবোতের এটি তৃতীয় ভিডিও, যা হামাসের পক্ষ থেকে প্রকাশ করা হলো।
ভিডিওটিতে এলকানা বোহবোত বলেন, “আমার শরীর ভালো নেই। আমি খুব ভীত। বাঁচতে চাই। আমার জন্য যা সম্ভব, তা করো।” তিনি আরও বলেন, “আমি রাষ্ট্র এবং আইডিএফের কাছেও অনুরোধ করছি যেন তারা যুদ্ধ বন্ধ করে আমাদের মুক্তির ব্যবস্থা করে।”
ভিডিওতে দেখা যায়, বোহবোত তার স্ত্রী ও সন্তানের সঙ্গে প্রতীকী একটি ফোনালাপে যুক্ত হচ্ছেন। পরিবারে ফেরার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, “আমি এখনো তোমাদের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখি।”
এই ভিডিওর বক্তব্য নিয়ে ধারণা করা হচ্ছে, এটি হামাসের তত্ত্বাবধানে রেকর্ড করা হয়েছে। তবে এর আগের একটি ভিডিওতে বোহবোত দাবি করেছিলেন, তিনি স্বেচ্ছায় ভিডিওটি তৈরি করতে বলেছিলেন এবং এটি কোনো ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ নয় বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর দেড় শতাধিক ইসরায়েলিকে গাজায় জিম্মি করে নেওয়া হয়। গাজার ভেতরে এখনও অন্তত ৫৯ জন জিম্মি অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে অন্তত ২৪ জনের জীবিত থাকার প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে অন্যতম এলকানা বোহবোত।
সবশেষ ভিডিও প্রকাশের পর শনিবার রাতে তেল আবিবে ‘জিম্মি স্কোয়ারে’ জিম্মিদের পরিবারের পক্ষ থেকে সাপ্তাহিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা তাদের স্বজনদের দ্রুত মুক্ত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের প্রতি আহ্বান জানান।
১৩২ বার পড়া হয়েছে