সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আলাদা দু'টি বিমান দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ইলিনয় ও নেব্রাস্কা রাজ্যে পৃথক দুটি ছোট বিমান দুর্ঘটনায় মোট সাতজন নিহত হয়েছেন।

শনিবার (স্থানীয় সময়) সকালে ইলিনয়ের মধ্যাঞ্চলে একটি ছোট বিমান বিদ্যুৎ লাইনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা চারজনের সবাই নিহত হন। এর আগে শুক্রবার রাতে নেব্রাস্কার ফ্রেমন্ট শহরের কাছে প্লেট নদীর ধারে অপর একটি বিমান দুর্ঘটনায় আরও তিনজন প্রাণ হারান।

ইলিনয়ের দুর্ঘটনাটি ঘটে সকাল ১০টা ১৫ মিনিটে, ট্রিলার কাউন্টি লাইন রোড এলাকায়। শিকাগো থেকে প্রায় ২০০ মাইল দক্ষিণে অবস্থিত এই অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বিদ্যুৎ লাইনে আঘাত হানে বলে জানিয়েছে ইলিনয় স্টেট পুলিশ এবং কোলস কাউন্টি শেরিফের দপ্তর।

জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (NTSB) জানিয়েছে, সেসনা ১৮০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি বিধ্বস্ত হয়ে একটি খোলা মাঠে পড়ে। এতে দুই নারী ও দুই পুরুষ আরোহী নিহত হন। নিহতদের নাম এখনও প্রকাশ করা হয়নি। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

অন্যদিকে, নেব্রাস্কার ডজ কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ফ্রেমন্ট শহরের দক্ষিণে প্লেট নদীর ধারে ভ্রমণের সময় একটি ছোট বিমান নদীতে পড়ে যায়। শনিবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনাস্থল থেকে তিন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন—কানসাসের মাউন্ড্রিজ শহরের বাসিন্দা ড্যানিয়েল উইলিয়ামস (৪৩), ফ্রেমন্ট নেব্রাস্কার বাসিন্দা জেফ বিটিঙ্গার (৫০), এবং র‍্যান্ডি আমরেইন (৪৮)।

উভয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (NTSB)।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন