সর্বশেষ

আন্তর্জাতিক

গাজার মানবিক সংকট: শিশুরা একবেলারও কম খাবারে বেঁচে থাকে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের বিমান হামলা এবং পূর্ণ অবরোধের কারণে গাজা উপত্যকায় ফিলিস্তিনি শিশুদের জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আন্তর্জাতিক দাতা গোষ্ঠীগুলোর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে গাজায় শিশুদের খাবারের সংকট মারাত্মক আকার ধারণ করেছে এবং তারা দিনে একবেলারও কম খাবার খেয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছে।

গাজার মানবিক পরিস্থিতি বর্ণনা করে ১২টি প্রধান দাতা গোষ্ঠী জানায়, গত ১৮ মাসের ইসরায়েলি সামরিক অভিযান ও গত মাসে আরোপ করা পূর্ণ অবরোধের কারণে উপত্যকাটির মানবিক সহায়তা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। প্রায় ৯৫ শতাংশ আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সহায়তা গোষ্ঠী তাদের কার্যক্রম স্থগিত বা বন্ধ করে দিয়েছে। চলাফেরা করা অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে, ফলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

অক্সফামের নীতিবিষয়ক প্রধান বুশরা খালিদী জানান, "শিশুরা দিনে একবেলারও কম খাবার খাচ্ছে এবং পরবর্তী বেলার খাবারের জন্য সংগ্রাম করছে।" তিনি আরও জানান, "গাজায় অপুষ্টি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং কিছু অঞ্চলে দুর্ভিক্ষেরও আশঙ্কা রয়েছে।"

ডক্টরস উইদাউট বর্ডারসের গাজার জরুরি সমন্বয়কারী আমান্দে বাজেরোল বলেন, "এটি মানবিক ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্তের ফলস্বরূপ হচ্ছে। এটি ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকার অধিকারের উপর ইচ্ছাকৃত আঘাত।"

গাজার শিশুরা, বিশেষত নবজাতকরা, খাদ্য সংকট ও অপুষ্টির কারণে গুরুতর সমস্যায় পড়েছে। আল-জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, গাজার বাজার ও ফার্মেসি থেকে শিশুদের জন্য ফর্মুলা (প্রস্তুত খাবার) সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে শিশুদের অপুষ্টি বাড়ছে।

এছাড়া, গাজার হাসপাতালগুলোতে অপুষ্টির কারণে বহু শিশু মারা যাচ্ছে। ফাদি আহমেদ নামের এক বাবা তার সন্তানকে হারিয়ে বলেন, "বয়সে খুবই ছোট ছিল সে। দুর্বলতা ও অপুষ্টির কারণে শিশুটি রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলেছিল।"

মানবিক সহায়তাকারী গোষ্ঠীগুলো জানিয়েছে, গাজা এখন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে, যেখানে সহায়তা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক মানবিক আইনে যুদ্ধকালীন সময়েও মানবিক কর্মীদের সুরক্ষা দেওয়ার কথা বলা হলেও, গাজায় সহায়তাকারী কর্মীরা নিয়মিতভাবে হামলার শিকার হচ্ছেন। গাজার ১৫ জন স্বাস্থ্যকর্মী সম্প্রতি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

গাজার মানবিক সংকট আরও তীব্র হচ্ছে, এবং বিশ্ববাসীর কাছে গাজার জন্য অবাধ সহায়তা পাঠানোর আহ্বান জানানো হচ্ছে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন