সর্বশেষ

সারাদেশ

১০১টি মোবাইল ও ৩ লাখ টাকা উদ্ধার করে হস্তান্তর পুলিশের

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন এবং বিকাশ ও নগদে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৭ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।

রোববার (২০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনের ড্রিল সেডে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ও টাকা মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআই-১ চৌধুরী রেজাউল করিম, আরআই আবুল কাশেম, আরও-১ মোল্যা মিয়ারাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের পর থেকে এখন পর্যন্ত মোট ১,৪৪১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফেরত দেওয়া হয়েছে। এছাড়া বিকাশ ও নগদে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মোট ৩৯ লাখ ৭২ হাজার ১৩৫ টাকাও উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, শুধু চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসে উদ্ধার হয়েছে ১০১টি মোবাইল ফোন এবং ৩ লাখ ৭ হাজার ৮৯৫ টাকা।

এ সময় তিনি সাধারণ মানুষকে প্রতারণা ও সাইবার অপরাধ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "লোভে পড়বেন না। তথ্য প্রযুক্তির এই যুগে সবাইকে আরও সচেতন হতে হবে। পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করবো না। জনগণের সহযোগিতা থাকলে যেকোনো অপরাধ দমন সম্ভব।"

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন