সর্বশেষ

আইন-আদালত

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফ্ল্যাট, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে তার ৭০টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২০ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামির নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ স্থানান্তর বা গোপনের শঙ্কা রয়েছে, যা সুষ্ঠু অনুসন্ধানে বাধা সৃষ্টি করতে পারে।

জব্দ করা সম্পদের মধ্যে রাজধানীর পরীবাগে একটি ফ্ল্যাট (প্রিয় প্রাঙ্গণ), বনানীর পিপি টাওয়ারে তিনটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার বাজার মূল্য প্রায় ৮৫ লাখ টাকা। এছাড়া, তিনটি গাড়ির মোট মূল্য ধরা হয়েছে প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা। অপরদিকে, অবরুদ্ধ ৭০টি ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় ৩৭ কোটি ৯৬ লাখ টাকা।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি আদালত নসরুল হামিদ ও তার স্ত্রী সীমা হামিদের নামে থাকা ২০টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন