সর্বশেষ

শিক্ষা

পলিটেকনিক শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছয় দফা দাবি পূরণে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন’।

দাবি না মানা হলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত এক মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের মুখপাত্র নিশান রহমান। তিনি বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ছয় দফা দাবির সমাধান না এলে আমরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করব।”

সমাবেশে অংশ নিয়ে আন্দোলনের আরেক প্রতিনিধি জানান, “আমরা এখন আর কোনো মৌখিক আশ্বাসে আস্থা রাখি না। এসি রুমে আলোচনার প্রস্তাব আমরা বর্জন করেছি। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি আসবে।”

এর আগে সকালে রাজধানীর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেন। মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন— “আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং”, “তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার”, “দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার” ইত্যাদি।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ কর্মসূচির সমাবেশে আজকের মহাসমাবেশের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।

প্রসঙ্গত, গত বুধবার ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীরা আলোচনায় সন্তুষ্ট না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ‘কাফনের মিছিল’ কর্মসূচিও পালন করা হয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. হাইকোর্টের রায় বাতিল করে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করা
২. পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা
৩. ২০২১ সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করে সংশোধিত নিয়োগবিধি প্রণয়ন
৪. ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ ও মানসম্পন্ন কারিকুলাম চালু
৫. কোর্সটি ধাপে ধাপে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালনা
৬. চার বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের জন্য দশম গ্রেডে পদ সংরক্ষণ ও নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। 

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন