সর্বশেষ

জাতীয়

সাবেক কূটনীতিক সুফিউর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমানকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে সুফিউর রহমানকে এই নিয়োগ দেওয়া হয়েছে এবং দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন এবং ‘রুলস অব বিজনেস ১৯৯৬’ অনুযায়ী উপদেষ্টাকে সহায়তার জন্য তাঁকে মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

অবসরে যাওয়ার আগে মোহাম্মদ সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি অস্ট্রেলিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

নতুন নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন