জাতীয়
বাংলাদেশের স্বাস্থ্য খাতে উন্নয়নের লক্ষ্যে চীন ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ১৩৮.২০ মিলিয়ন ডলারের সহায়তা

স্টাফ রিপোর্টার
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৭:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের স্বাস্থ্য খাতে উন্নয়নের লক্ষ্যে চীন ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত 'ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনী'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
নূরজাহান বেগম বলেন, ঢাকার ধামরাইতে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণে চীন ইতোমধ্যে সম্মতি দিয়েছে। পাশাপাশি, একটি ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ নিয়েও আলোচনা চলছে।
তিনি আরও জানান, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরকে সফল হিসেবে অভিহিত করা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকরা সহজেই উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশ চীনের জন্য একটি সম্ভাবনাময় স্বাস্থ্য বাজার হতে পারে।”
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর