সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ: অভিবাসন নীতি নিয়ে সমালোচনা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ।

শনিবার একযোগে ৫০টি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচির নাম ছিল "৫০৫০১", যার অর্থ—৫০টি রাজ্যে ৫০টি প্রতিবাদ, একটি লক্ষ্য।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের সাম্প্রতিক নীতিমালার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেই এ আন্দোলনের ডাক দেওয়া হয়। বিক্ষোভের সময় বহু মানুষকে ‘নো কিংস’ লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায়—যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধের সময়কার রাজতন্ত্রবিরোধী মনোভাবের প্রতীক হিসেবে বিবেচিত।

ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনেসহ দেশের নানা প্রান্তে, এমনকি টেসলা গাড়ির শোরুমের সামনেও মানুষ জড়ো হন এই আন্দোলনে। বিক্ষোভে সবচেয়ে বেশি আলোচনা হয় ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিকে ঘিরে।

বিক্ষোভকারীরা এল সালভাদরে নির্বাসিত কিলমার আবরেগো গার্সিয়াকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, মার্কিন প্রশাসন ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে উদাসীনতা দেখাচ্ছে।

এছাড়া ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই)’ নামের প্রকল্পের বিরুদ্ধেও প্রতিবাদ জানান অনেকেই। সরকারী ব্যয় কমানো ও চাকরি হ্রাসের উদ্দেশ্যে গঠিত এই সংস্থাটিকে সমালোচকেরা প্রশাসনিক অকার্যকারিতার প্রতীক হিসেবে উল্লেখ করছেন।

এদিকে গ্যালাপের সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা কমে বর্তমানে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। তার দ্বিতীয় মেয়াদ শুরুর সময় এ হার ছিল ৪৭ শতাংশ। তুলনামূলকভাবে, ১৯৫২ থেকে ২০২০ পর্যন্ত প্রথম কোয়ার্টারে প্রেসিডেন্টদের গড় জনপ্রিয়তা ছিল ৬০ শতাংশ।

যদিও অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, কিছু এলাকায় উত্তেজনা ছড়ায়। এক ঘটনায় ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম এক ট্রাম্প-সমর্থকের সঙ্গে বিতর্কে জড়ালে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন