ফরহাদ মজহার ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ‘তরুণরা আজ বড় ঝুঁকিতে’

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৫:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার ১৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘রাষ্ট্র গঠনে সংস্কার কমিশনের প্রস্তাব ও তার বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছ থেকে ছাত্রদের জুলাই ঘোষণা না পাওয়াটা ছিল একটি গুরুতর ভুল।
তিনি বলেন, এই ভুলের কারণে আজ তরুণরা একটি বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে। তিনি প্রশ্ন করেন, এই ঝুঁকির দায় কে নেবে?
ফরহাদ মজহার বলেন, "আপনি (অধ্যাপক ইউনূস) ছাত্রদের জুলাই ঘোষণা দিতে দেননি, কী যুক্তিতে দেননি? বলছেন, আপনি জাতীয় ঐকমত্য তৈরি করবেন। কিন্তু, প্রশ্ন হলো—এটা কি আপনার কাজ ছিল? এটা তো জনগণের কাজ, বাপের নাম কি ছেলে দেয়?"
তিনি আরও বলেন, "বিএনপি কিংবা আওয়ামী লীগ—সবার মধ্যে একই রকমের কাজ চলছে, তারা তরুণদের বাঁচতে দেবে না।" গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ওই সময়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ঘোষণাপত্রটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে তৈরি হবে। তবে এখনও সেটি কার্যকর হয়নি।
ফরহাদ মজহার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, "আপনার যদি পাঁচ বছর থাকার শর্ত থাকে, তবে আপনি কীভাবে পাঁচ বছর থাকতে পারবেন? আপনি প্রথম দিন থেকেই ভুল করেছেন।" তিনি বলেন, "গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়। আমি রক্ত দিয়ে তাকে (ইউনূস) নির্বাচিত করেছি।"
ফরহাদ মজহার রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, "যদি তোমরা অভ্যুত্থান করতে পারতে, তাহলে তো ক্ষমতায় থাকতে। কিন্তু তোমরা পারনি, এখন শেখ হাসিনার পরাজিত শক্তির মতো ঘুরতেছো, 'নির্বাচন, নির্বাচন' বলে।"
তিনি আরো বলেন, "আমরা অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে রক্ষা করব, কিন্তু ভুল করতে পারবেন না। আপনার ভুলের ওপর আমাদের জীবন নির্ভর করছে।" ফরহাদ মজহার তার বক্তব্যে গণঅভ্যুত্থানের সময়ে তরুণদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, "এনসিপি জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা রাজনৈতিক দল, কিন্তু তরুণদের স্বার্থে চিন্তা করা উচিত।"
ফরহাদ মজহার তরুণদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "তরুণরা আজকের পরিস্থিতি ভালোভাবে বুঝছে না। তাদের মধ্যে কোনো নির্বাচন বা কাউন্সিল নেই, আর এটা তরুণদের জন্য বিপজ্জনক হতে পারে।"
তিনি বলেন, "আজ যখন ড. ইউনূস তরুণদের সঙ্গে কথা বলছেন, তিনি একবারও তাদের বলেননি যে, তোমরা আগে নিজেদের মধ্যে নির্বাচন করে আসো। নির্বাচনের বিষয়ে আলোচনা করলে, আগে নিজেদের মধ্যে একটি সম্মিলিত সিদ্ধান্ত আসা উচিত।"
১১৬ বার পড়া হয়েছে