বাম জোটের সঙ্গে সংলাপে বসছে বিএনপি, জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৫:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে কেন্দ্র করে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে দলটি।
রোববার (২০ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর বনানীর একটি হোটেল কিংবা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্য গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে আমাদের স্থায়ী কমিটি। এই লক্ষ্যেই আমরা ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছি। প্রথম পর্যায়ে আমরা সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক করবো।"
তবে বৈঠকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, "বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের নিয়মিত সংযোগ রয়েছে, যা কখনও আনুষ্ঠানিক, কখনও অনানুষ্ঠানিক। তবে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি।" তিনি আরও জানান, রোববার (আজ) একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হতে পারে এবং সেখানে বিএনপিও থাকতে পারে। আগামীকাল (২১ এপ্রিল) তিনি দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বাম গণতান্ত্রিক জোটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ (খালেকুজ্জামান), বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি এবং সমাজতান্ত্রিক পার্টি অন্তর্ভুক্ত রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে