‘ডন ৩’-এ চূড়ান্ত শর্বরী ওয়াঘ, প্রিয়াঙ্কা ও কিয়ারার পর এলেন তিনি

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৫:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বলিউডের অন্যতম প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এর তৃতীয় কিস্তি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ছবির নায়ক হিসেবে রণবীর সিংয়ের নাম অনেক আগেই চূড়ান্ত হলেও, নায়িকা নির্বাচন নিয়ে চলছিল জটিলতা।
প্রথমে শোনা গিয়েছিল, আগের দুই পর্বের মতো এবারও প্রিয়াঙ্কা চোপড়া থাকছেন। পরে তার পরিবর্তে যুক্ত হন কিয়ারা আদভানি। তবে ব্যক্তিগত কারণে—মূলত অন্তঃসত্ত্বা হওয়ায়—সেই সিনেমা থেকে সরে দাঁড়ান কিয়ারা।
শেষ পর্যন্ত ‘ডন ৩’-এর জন্য চূড়ান্ত করা হয়েছে বলিউডের উদীয়মান অভিনেত্রী শর্বরী ওয়াঘকে। ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, শর্বরী ছাড়াও আরও একজন অভিনেত্রীর নাম বিবেচনায় ছিল, তবে সাম্প্রতিক সময়ে শর্বরীর অভিনয়ের দক্ষতা ও পরিশ্রম বিবেচনায় তাকেই বেছে নিয়েছেন নির্মাতা ও প্রযোজক। যদিও এখনই আনুষ্ঠানিক ঘোষণা আসছে না বলে জানিয়েছে সূত্রটি।
শর্বরীর জন্য ২০২৪ সালটি ছিল দারুণ সফল। ২০২১ সালে ‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে বলিউডে পা রাখার পর ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ‘মহারাজ’ ও ‘বেদা’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। এর ফলে বলিউডে নিজের অবস্থান মজবুত করতে শুরু করেন তিনি। আসন্ন ২০২৫ সালে মুক্তি পাবে তার আরেকটি অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’, যেখানে শর্বরীর পাশাপাশি থাকবেন আলিয়া ভাট ও ববি দেউলের মতো তারকারা।
এদিকে ‘ডন ৩’-এর মতো একটি বড় বাজেটের ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়ে দারুণ উচ্ছ্বসিত শর্বরী। তার এই নতুন যাত্রা নিয়ে ইতিমধ্যেই বলিউডে শুরু হয়েছে আলোচনা।
১৩৯ বার পড়া হয়েছে