সর্বশেষ

বিনোদন

ইসরায়েলি অভিনেত্রী থাকায় ‘স্নো হোয়াইট’ নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৪:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডিজনির নতুন সিনেমা ‘স্নো হোয়াইট’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গত ২১ মার্চ। তবে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে মুক্তি পাচ্ছে না বহু প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সরাসরি সিনেমাটি নিষিদ্ধের নির্দেশ দিয়েছেন।

লেবাননের প্রভাবশালী সংবাদপত্র আন-নাহার-এর বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনমাধ্যম ডেডলাইন জানিয়েছে, সিনেমাটিতে ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদতের উপস্থিতির কারণেই এই সিদ্ধান্ত।

বৈরুতভিত্তিক চলচ্চিত্র পরিবেশক সংস্থা ইতালিয়ান ফিল্মস জানায়, গ্যাল গ্যাদতের নাম লেবাননের ‘ইসরায়েল বয়কট তালিকা’-তে আগে থেকেই রয়েছে। সে কারণে এর আগে তার অভিনীত কোনো চলচ্চিত্রও লেবাননে মুক্তি পায়নি। চলমান ফিলিস্তিন-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এবারও সেই অবস্থানেই অনড় দেশটির সরকার।

তবে শুধুমাত্র গ্যাদতের উপস্থিতিই নয়, ডিজনির এই ‘স্নো হোয়াইট’ ঘিরে বিতর্ক ছিল আরও নানা দিক থেকে। ক্লাসিক গ্রিম ভাইদের রূপকথা অনুযায়ী, স্নো হোয়াইট চরিত্রটি “বরফের মতো সাদা”—এই বর্ণনায় অভ্যস্ত দর্শকদের মধ্যে অনেকে ডিজনির নতুন বেছে নেওয়া অভিনেত্রী রেচেল জেগলার-কে নিয়ে প্রশ্ন তুলেছেন।

২০১৯ সালে ডিজনি ঘোষণা দেয় যে রেচেল জেগলার হবেন নতুন ‘স্নো হোয়াইট’। তখন থেকেই শুরু হয় সমালোচনা, যা সিনেমা মুক্তির আগেই তীব্র বিতর্কে রূপ নেয়। ফলে ডিজনি ছবিটির প্রিমিয়ার আয়োজনও সীমিত পরিসরে সম্পন্ন করতে বাধ্য হয়।

উল্লেখ্য, ১৯০২ সালে প্রথম ‘স্নো হোয়াইট’ চলচ্চিত্র নির্মিত হয় নির্বাক সংস্করণে। এরপর এসেছে বহু রূপে—সবাক, অ্যানিমেশন ও লাইভ-অ্যাকশন। এবার ডিজনি আরও একবার এই রূপকথাকে আধুনিক রূপে হাজির করেছে বড় পর্দায়, যদিও তা সকল দেশের দর্শকের কাছে পৌঁছাতে পারছে না।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন