আট মাসে আত্মপ্রকাশ ২২ রাজনৈতিক দলের, বাড়তে পারে সংখ্যা

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৪:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠনের ঢল নেমেছে।
গত আট মাসে আত্মপ্রকাশ করেছে ২২টি নতুন রাজনৈতিক দল, যাদের বেশিরভাগই তরুণ নেতৃত্বে গঠিত। নির্বাচন কমিশনের (ইসি) কঠোর শর্তের মধ্যেও এ দলগুলো রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে নিবন্ধনের প্রক্রিয়ায় আছে।
২০২৪ সালের শেষ চার মাসে ১১টি এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আরও ১১টি নতুন দল আত্মপ্রকাশ করেছে। এর মধ্যে বেশ কয়েকটি দল ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো গঠন করে নিবন্ধনের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে চলতি বছরে আত্মপ্রকাশ করা অনেক দল এখনো সাংগঠনিক শর্ত পূরণে পিছিয়ে রয়েছে।
নিবন্ধনের সময় বৃদ্ধির আবেদন এনসিপিসহ একাধিক দলের
নতুন আত্মপ্রকাশকারী দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি ও সমতা পার্টি ইতোমধ্যে ইসির কাছে নিবন্ধনের সময় বৃদ্ধির আবেদন করেছে। গত ১৭ এপ্রিল এনসিপি তিন মাস সময় বাড়ানোর আবেদন জানিয়ে ইসিতে চিঠি জমা দেয়।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “আমরা আশা করি আগামী দুই মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করতে পারব।”
সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশি জানান, “আমরা ১৩ জেলায় ও ৬২ উপজেলায় কমিটি দিয়েছি, তবে ব্যাংক অ্যাকাউন্ট এখনো খুলতে পারিনি। এই জটিলতা কাটাতে ইসির শর্ত শিথিলের আবেদন করেছি।”
ইসির শর্ত পূরণ করে আবেদনকারী দলের সংখ্যা বাড়ছে
অন্যদিকে, কিছু নতুন দল ইতোমধ্যেই ইসির সব শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন করেছে। যেমন—গণ অধিকার পরিষদ ভেঙে গঠিত আমজনতার দল, সার্বভৌমত্ব আন্দোলন এবং জনতার বাংলাদেশ পার্টি ইতোমধ্যে নিবন্ধনের সব প্রক্রিয়া শেষ করেছে।
আমজনতার দল ৩৬ জেলা ও ৬০ উপজেলা কমিটি গঠনের পাশাপাশি ২৬টি স্থানে অফিস চালু করেছে। সার্বভৌমত্ব আন্দোলন ২৩ জেলা ও ১৩৫ উপজেলা কমিটি গঠনের দাবি জানিয়েছে। জনতার বাংলাদেশ পার্টি ২৫ জেলা ও ২০০ উপজেলার কমিটি সম্পন্ন করে আজ (২০ এপ্রিল) ইসিতে আবেদন জমা দিচ্ছে।
আত্মপ্রকাশ করা উল্লেখযোগ্য নতুন দলসমূহ
গত আগস্ট থেকে চলতি এপ্রিল পর্যন্ত আত্মপ্রকাশ করা কয়েকটি আলোচিত দল হলো:
নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি)
বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি)
বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)
গণতান্ত্রিক নাগরিক শক্তি
ভাসানী জনশক্তি পার্টি
বাংলাদেশ আ-আম জনতা পার্টি (বিএজেপি)
এছাড়াও, “বাংলাদেশ মুক্তির ডাক ৭১” নামে সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে একটি নতুন দল গঠিত হয়েছে, যার লোগো ও কার্যক্রমে ছাত্রলীগের ছায়া দেখা যাচ্ছে।
নিবন্ধিত দলের সংখ্যা ৫০, অনিবন্ধিত তালিকায় ৮৭টি
বর্তমানে বাংলাদেশে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০। ২০০৮ সালে দল নিবন্ধন প্রথা চালু হওয়ার পর ৫৫টি দল নিবন্ধন পেলেও পরবর্তীতে ৫টি দলের নিবন্ধন বাতিল করা হয়। সর্বশেষ সরকার পতনের পর নতুন করে কয়েকটি দল আদালতের নির্দেশে নিবন্ধন পেয়েছে।
একই সঙ্গে ইসিতে অনিবন্ধিত দলের তালিকায় রয়েছে ৮৭টি রাজনৈতিক দল, যেগুলো নানা কারণে নিবন্ধন পায়নি। এসব দলের নাম ও কার্যক্রম অনেক ক্ষেত্রে অপরিচিত এবং বিতর্কিত।
সংসদ নির্বাচনে দলীয় অংশগ্রহণের নতুন রেকর্ডের সম্ভাবনা
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে দল নিবন্ধনের শর্ত শিথিল হলে আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ৩৯টি দল অংশ নিয়েছিল, যা এবার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
১১৭ বার পড়া হয়েছে