বান্দরবানে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য কর্মী ও সুধী সমাবেশ

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৩:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে শনিবার দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য জেলার ইতিহাসে এই প্রথম রাজার বেশে আয়োজিত এই বৃহৎ সমাবেশে দলটি সরকার গঠন করলে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে স্থায়ী সমাধানই একমাত্র পথ। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এই ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরের নেতা শাহজাহান চৌধুরী, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ নুর আহম্মদ আনোয়ারী (জেলা আমীর, কক্সবাজার), অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন (জেলা আমীর, খাগড়াছড়ি), অধ্যাপক আব্দুল আলিম (জেলা আমীর, রাঙামাটি), অধ্যাপক আহসান উল্লাহ, অধ্যাপক জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর বান্দরবান পার্বত্য জেলার আমীর এস এম আবদুস ছালাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের জনগণের কল্যাণে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। দুঃশাসনের সময়ে আমাদের নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা ও নির্যাতন চালানো হলেও আমরা নীতির পথে থেকেছি।”
সমাবেশে প্রধান অতিথি ৩০০ নং বান্দরবান আসনের জন্য জামায়াত মনোনীত এমপি প্রার্থী হিসেবে এডভোকেট মুহাম্মদ আবুল কালামের নাম ঘোষণা করেন এবং তাঁকে নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন।
উল্লেখ্য, এই আয়োজনে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাধারণ মানুষ বিপুলভাবে অংশগ্রহণ করেন।
১১৫ বার পড়া হয়েছে