সর্বশেষ

জাতীয়

হাতিরঝিলে গুলিবিদ্ধ যুবদল নেতা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আরিফ (৩৫) নামে যুবদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) রাতে হাতিরঝিল থানার মোড়লগলি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

আহত আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সক্রিয় সদস্য এবং স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন। তিনি বর্তমানে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করেন। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামে। তিনি গিয়াস উদ্দিন সরদারের ছেলে।

এ বিষয়ে যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি রিপন মিয়া বলেন, “রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আরিফকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সদস্যদের সঙ্গে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।”

ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাব্বানী হোসেন জানান, “আহত ব্যক্তির অবস্থা সংকটাপন্ন। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে পুলিশ কাজ করছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন