সর্বশেষ

শিক্ষা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইংরেজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামে এক ছাত্র নিহত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, বিকেল ৪টার পর বিশ্ববিদ্যালয় চত্বরে ইংরেজি ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ক্যাম্পাসের গেটসংলগ্ন একটি দোকানে বান্ধবীদের সঙ্গে সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের বিষয় নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীদের এক পক্ষ বহিরাগতদের সঙ্গে নিয়ে ফিরে এসে পুনরায় হামলা চালায়। এসময় ছুরিকাঘাতে পারভেজ গুরুতর আহত হন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। পারভেজের মামাত ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

এদিকে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পোস্টে নিহত পারভেজের একটি ছবিও শেয়ার করা হয়।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন