সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ১৩ কেজি রুপা জব্দ, পাচারকারীরা পলাতক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ভারত থেকে পাচারকালে প্রায় ১৩ কেজি রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ এপ্রিল) সকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির হাবিলদার মো. আবুল কাশেমের নেতৃত্বে বিজিবির একটি দল ভাদিয়ালী এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে আসা কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ১২ কেজি ৯৭৫ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রুপার বাজারমূল্য আনুমানিক ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।

ঘটনার বিষয়ে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা রুপাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় এখনো কাউকে আটক করা না গেলেও চোরাচালান চক্রকে চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন