সর্বশেষ

সারাদেশ

প্রায় দুই যুগ পর এডওয়ার্ড কলেজে ছাত্রদলের সম্মেলন রোববার

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ২২ বছর পর আগামীকাল (রোববার, ২০ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে কলেজ ক্যাম্পাস ও শিক্ষার্থীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

সম্মেলনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে আয়োজক কমিটি। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান নেতারা। সম্মেলন আয়োজন করেছে পাবনা জেলা ছাত্রদল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও এ সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার সুলতান আহমেদ রাহী বলেন, “মহান স্বাধীনতার চেতনা ও জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে ধারণ করে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনের মাধ্যমে এমন নেতৃত্ব উঠে আসবে, যারা শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকবে।”

তিনি জানান, এবার প্রায় ২,২০০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়, যার মধ্যে যাচাই-বাছাই শেষে ২,০০২ জন ভোটার চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। সভাপতি পদে লড়ছেন চারজন, আর সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থী হয়েছেন দশজন।

পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “ছাত্রলীগের দখলদারিত্ব, মাদক ও সহিংস রাজনীতির বিপরীতে আমরা এমন নেতৃত্ব গড়ে তুলতে চাই যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। এ কারণে সরাসরি শিক্ষার্থীদের ভোটে নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই না আর কোনো শিবলি সাদিক, তাইজুল ইসলাম কিংবা মিজানুর রহমান সবুজের মতো বিতর্কিত চরিত্র ছাত্রদলে তৈরি হোক। শিক্ষার্থীরাই তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেবেন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মাহমুদুল হাসান মিঠু, রহমতুল্লাহ হলের ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এশা, পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান সরকার, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ অনেকে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০২ সালে সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন