আইপিএলে ডাক না পেয়ে পিএসএলে খেলছেন তারকারা, আয়েও বিশাল ফারাক

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৫:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
একদিকে ভারতে চলছে ক্রিকেট উন্মাদনার সবচেয়ে বড় মঞ্চ—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অন্যদিকে পাকিস্তানে মাঠে গড়িয়েছে পিএসএল (পাকিস্তান সুপার লিগ)।
যদিও সময়ের দিক থেকে দুই টুর্নামেন্ট প্রায় একসাথে চললেও জনপ্রিয়তা, তারকা সমাগম কিংবা বাণিজ্যিক দিক থেকে আইপিএলই এগিয়ে বহু দূর।
বিশ্বের তারকা ক্রিকেটারদের প্রথম পছন্দ বরাবরই আইপিএল। এখানে খেলার সুযোগ মানেই মোটা অঙ্কের আয়। অন্য যেকোনো লিগই সে দিক থেকে আইপিএলের ধারেকাছেও নয়। যেমন এবারের আইপিএল নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত, যাঁকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
অন্যদিকে পিএসএলে সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁকে করাচি কিংস দলে নিয়েছে ৩ লাখ মার্কিন ডলারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৫৭ লাখ রুপি। তুলনাটা সহজ—আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়ের আয়ের প্রায় এক-দশমাংশ পাচ্ছেন পিএসএলের সবচেয়ে দামি ক্রিকেটার।
ডেভিড ওয়ার্নার অবশ্য আইপিএলের দীর্ঘদিনের পরিচিত মুখ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নেতৃত্ব দিয়েছেন, খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়েও। কিন্তু এবার আইপিএলে দল না পাওয়ায় তিনি পিএসএলের পথ বেছে নিয়েছেন। তাঁর মতো আরও অনেক আন্তর্জাতিক তারকা আইপিএলে দল না পেয়ে এবার খেলছেন পিএসএলে।
ওয়ার্নার ছাড়াও পিএসএলে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, আলজারি জোসেফ, অস্ট্রেলিয়ার ম্যাথু শর্ট, শ্রীলঙ্কার কুশল পেরেরা এবং নিউজিল্যান্ডের কলিন মানরো, ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল।
নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনও রয়েছেন এই তালিকায়। বর্তমানে তিনি আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন, তবে ২৩ এপ্রিল থেকে তাঁর করাচি কিংসের হয়ে পিএসএলে খেলার কথা রয়েছে।
পাকিস্তানি ক্রিকেটারদের জন্য অবশ্য আইপিএল স্বপ্নই থেকে গেছে। রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই তাঁরা আইপিএলের বাইরে। তাই আইপিএলে না খেলা অনেক আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য পিএসএল এখন বিকল্প মঞ্চ হলেও, দুই লিগের আকর্ষণ এবং আর্থিক ফারাক এখনও আকাশ-পাতাল।
১০৬ বার পড়া হয়েছে