বান্দরবানে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে আগামী ১৯ এপ্রিল শনিবার অনুষ্ঠিতব্য কর্মী ও সুধী সমাবেশকে ঘিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির জেলা নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমির এস এম আবদুস ছালাম আজাদ। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্য দেশের শান্তি, কল্যাণ এবং একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বিগত সময়ে আমাদের অনেক নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং সংগঠনের কার্যক্রম বাধাগ্রস্ত করা হয়েছে।”
তিনি জানান, দীর্ঘ বিরতির পর আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় বান্দরবানের ঐতিহাসিক রাজারমাঠে বর্ণাঢ্য আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সমাবেশকে সফল করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, আদর্শ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর হামিদ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, জামায়াতের দায়িত্বশীল অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম, পৌর জামায়াতের জয়েন্ট সেক্রেটারি ওবায়দুল হকসহ দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল থেকে আগত আমির ও টিম সদস্যরা।
সভাপতিত্ব করবেন এস এম আবদুস ছালাম আজাদ, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা।
১০৬ বার পড়া হয়েছে