দিল্লিতে চারতলা ভবন ধসে চারজনের মৃত্যু, নিখোঁজ বহু

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৪:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের মুস্তাফাবাদ এলাকায় শনিবার ভোরে একটি চারতলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ধ্বংসস্তূপের নিচ থেকে আহত অবস্থায় অন্তত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।
দিল্লি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৩টার দিকে ভবন ধসের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যান জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। উদ্ধারকাজ এখনও চলছে এবং আরও ৮ থেকে ১০ জনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
আহতদের জিটিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ভবন ধসের কারণ এখনও নিশ্চিত না হলেও পুলিশ ধারণা করছে, গতকাল শুক্রবার দিল্লির বিভিন্ন অংশে হওয়া দমকা হাওয়া ও ভারি বৃষ্টিপাত এই ধসের পেছনে ভূমিকা রাখতে পারে।
পুলিশ কর্মকর্তা লাম্বা জানিয়েছেন, “ভবনটি কী কারণে ধসে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
উল্লেখ্য, এর এক সপ্তাহ আগেই দিল্লির মধু বিহারে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজন নিহত ও দুইজন আহত হয়েছিলেন। শহরের নিরাপত্তা ও নির্মাণকাজের মান নিয়ে আবারও প্রশ্ন উঠছে।
১০৮ বার পড়া হয়েছে