সর্বশেষ

সারাদেশ

চকবাজারে খালে পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু, উদ্ধার তৎপরতা চলছে

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজরা খালে পড়ে ৬ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।

নিখোঁজ শিশুটির নাম সেহরিস। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরিস তার মা ও দাদীর সঙ্গে একটি রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ করে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। রিকশাচালককে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করলেও, শিশুটির মা ও দাদী কিছুটা ভেসে গিয়ে ব্রিজের নিচে দুটি পাইপের সঙ্গে আটকা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় ব্রিজের উপর থেকে স্ল্যাব খুলে তাদের উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “ঘটনার খবর পেয়েই ছুটে এসেছি। আমাদের সেবকেরা উদ্ধারকাজে অংশ নিয়েছে। খালের ময়লার কারণে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে, তবে ময়লা অপসারণের কাজও চলছে।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানান, “আমাদের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। যতক্ষণ পর্যন্ত শিশুটিকে না পাওয়া যাচ্ছে, ততক্ষণ আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাব।”

ঘটনাস্থলে এখনো উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন স্থানীয়রা এবং শিশুটির স্বজনেরা।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন