গাজায় ফের ইসরায়েলি হামলা: একদিনে নিহত অন্তত ৬৪

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৪:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও স্থল অভিযানে একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৬৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অনেক মানুষ।
শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত চলা এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা সিটি ও উত্তর গাজা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবারের হামলায় নিহতদের বেশিরভাগই গাজার প্রধান শহর এবং উপত্যকার উত্তরের বাসিন্দা। তবে হামলার বিস্তার ছিল পুরো উপত্যকাজুড়েই—উত্তর, মধ্য ও দক্ষিণ গাজা কোনো এলাকাই হামলা থেকে রেহাই পায়নি।
বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় শহর রাফার শাবৌর ও তেল আস সুলতান এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘাঁটি স্থাপন করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এখান থেকেই পরিচালিত হয়েছে সর্বশেষ এ হামলা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শুক্রবার ফের জানান, তারা তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, হামাসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের পথে রয়েছে ইসরায়েলি বাহিনী, পাশাপাশি জিম্মিদের মুক্ত করাও তাদের অন্যতম লক্ষ্য।
এদিকে, শুক্রবার ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য পবিত্র গুড ফ্রাইডে। গাজার খ্রিস্টান সম্প্রদায় চলমান সহিংসতার মাঝেও স্থানীয় গির্জাগুলোতে শান্ত পরিবেশে ধর্মীয় আচার পালন করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক আকস্মিক হামলার মাধ্যমে নতুন করে শুরু হয় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত। হামাসের ওই হামলায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
চলমান যুদ্ধের প্রেক্ষিতে আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও ১৮ মার্চ থেকে আবারও সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ হামলায় গত এক মাসেই প্রাণ হারিয়েছেন দেড় হাজারের বেশি ফিলিস্তিনি।
১০৯ বার পড়া হয়েছে