সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জ মেডিকেলে ভুল রক্ত দেয়ায় রোগী মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি  
মানিকগঞ্জ প্রতিনিধি  

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল রক্ত পুশ করার অভিযোগে মো. বিল্লাল (৪৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত বিল্লাল মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা।

শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত বুধবার (১৭ এপ্রিল) সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে আনা রক্ত পুশ করার পর সন্ধ্যার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, বিল্লাল 'ও' পজিটিভ রক্তের গ্রুপের হলেও হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে 'বি' পজিটিভ রক্ত দেওয়া হয়। রোগীর আত্মীয়রা জানান, তারা ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে নার্সদের দিলে, নার্সরা চিকিৎসকের রিকুইজিশন চাইলে তারা তা নিয়ে আসেন। এরপর রক্ত পুশ করা হয়। পুশ করার পরই রোগীর শরীর ঠান্ডা হয়ে যেতে থাকে। সন্দেহ হওয়ায় একজন বাইরের লোক বিষয়টি নজরে এনে বলেন, রক্তের গ্রুপ ভুল দেওয়া হয়েছে।

পরিবারের দাবি, বিষয়টি জানার পরও হাসপাতালের কেউ তৎক্ষণাৎ চিকিৎসা দেয়নি। বরং রক্তের ব্যাগ ও সংশ্লিষ্ট কাগজপত্র সরিয়ে ফেলা হয়। রাত ৮টার দিকে আরেকজন চিকিৎসক এসে রোগীকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিলেও, পরিবার তা সম্ভব না বলে জানান।

এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ জানান, “রোগীর শরীরে ভুলবশত ‘বি’ পজিটিভ রক্ত দেওয়া হয়েছে। এতে শারীরিক জটিলতা দেখা দেয়। আমি রাত ৮টার ডিউটিতে যোগ দিই এবং যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “রক্ত দেওয়ার সময় কাগজপত্র যাচাই করা হয়নি, যা একটি গুরুতর ভুল। তবুও, রোগীর মৃত্যু সনদে শ্বাসকষ্টজনিত সমস্যাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ভুল রক্ত পুশের বিষয়টি নয়।”

নিহতের পরিবার এ ঘটনায় হাসপাতালের অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন