সর্বশেষ

জাতীয়

আরও ৭৭৬ কর্মকর্তার আবেদন পুনর্বিবেচনা করবে সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ে পদোন্নতি থেকে বঞ্চিত প্রশাসনের ৭৭৬ কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতির আবেদন পুনর্বিবেচনা করবে সরকার।

এ লক্ষ্যে গঠিত পাঁচ সদস্যের রিভিউ কমিটির মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিটি ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ের আবেদন পর্যালোচনা করছে।

এর আগে গত ১০ ডিসেম্বর রিভিউ কমিটির সুপারিশে ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়, তবে এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে—বহু যোগ্য কর্মকর্তা বাদ পড়েছেন, আবার অনেকে আবেদন না করেও পদোন্নতি পেয়েছেন। এমনকি কেউ কেউ যোগ্যতার তারিখ পূরণ না করেও পদোন্নতির সুবিধা পেয়েছেন।

বিভিন্ন ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা অভিযোগ করেন, অনেক আবেদনকারী উপেক্ষিত হলেও যারা রিভিউর আবেদন করেননি, তারাও পদোন্নতি পেয়েছেন। বিদেশি নাগরিকত্ব গ্রহণকারী কর্মকর্তারাও ভূতাপেক্ষ পদোন্নতির তালিকায় আছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে পদোন্নতি পাওয়া অনেকেই সিনিয়রিটির তারিখ থেকে আর্থিক ও প্রশাসনিক সুবিধা না পাওয়ার অভিযোগ করেছেন। বঞ্চিত অন্য ক্যাডারের কর্মকর্তা সংগঠনগুলোও পদোন্নতি বাতিলের দাবি জানিয়েছে, কারণ এই প্রক্রিয়ায় শুধুমাত্র প্রশাসন ক্যাডারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে কোনো আবেদন আহ্বান করা হবে না, কেবল স্বপ্রণোদিত আবেদনগুলোই রিভিউ কমিটিতে উপস্থাপন করা হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন