সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকভর্তি ভারতীয় অবৈধ পণ্য জব্দ

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ২:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেলতলা এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা একটি ট্রাকভর্তি পণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে উন্নতমানের ভারতীয় শাড়ি, টিস্যু জর্জেট থানকাপড়, চায়না ক্লে পাউডার ও অন্যান্য কেমিক্যাল দ্রব্য। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্যসহ ট্রাক হেলপার মফিজুল ইসলাম ডাবলু (৩৫)-কে আটক করা হয়। তিনি সাতক্ষীরা শহরের মধুরমোল্লারডাঙ্গী এলাকার মৃত আব্দুর রহিমের পুত্র।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ বিস্তারিত তুলে ধরেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা অবৈধ পণ্যের একটি বড় চালান কলারোয়ার দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ট্রাকটি অনুসরণ করে। একপর্যায়ে কলারোয়ার বেলতলা এলাকায় ট্রাকটি থামিয়ে অভিযান চালানো হয়।
অভিযানের সময় ট্রাকচালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে জব্দ করা হয় সাতক্ষীরা-ট-১১-০৬৯৭ নম্বরের ট্রাকটি। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ট্রাকটি ডিবি কার্যালয়ে এনে তল্লাশি চালিয়ে ১,১৫০ পিস ভারতীয় উন্নত মানের শাড়ি, ৬০০ গজ টিস্যু জর্জেট কাপড়, ৪৫১ বস্তা চায়না ক্লে পাউডার, ৭১ বস্তা সাদা কেমিক্যাল জাতীয় পাউডার উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভোমরা স্থলবন্দরের 'রিয়াদ ট্রান্সপোর্ট এজেন্সি'র মাধ্যমে এসব মালামাল দেশে প্রবেশ করেছে। তবে কোন সিএন্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট) এর নামে এই পণ্যগুলো আমদানি করা হয়েছে এবং এর সঙ্গে কারা কারা জড়িত – তা খুঁজে বের করতে ডিবি পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
১১৩ বার পড়া হয়েছে