সাতক্ষীরায় বিজিবি'র বিশেষ অভিযান: ভারতীয় পণ্য জব্দ

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ২:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রিপিস, বোরকা, সিলডেনাফিল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে।
জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত চৌকিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দলগুলো এই অভিযান চালায়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির দল নতুনপাড়া এলাকা থেকে ১৫০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট এবং তলুইগাছা বিওপির সদস্যরা চারাবাড়ি এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করেন।
এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক দল কেড়াগাছি এলাকা থেকে ভারতীয় শাড়ি ও বোরকা, হিজলদী বিওপি আমবাগান এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সুলতানপুর বিওপি বর্মিতলা থেকে ও চান্দুড়িয়া বিওপি কাদপুর এলাকা থেকে ভারতীয় থ্রিপিস জব্দ করে।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে মালামাল পাচারের সময় এসব জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
১১২ বার পড়া হয়েছে