সারাদেশ
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যাওয়ার পরও চালক সেটি ছয় কিলোমিটার বেপরোয়া গতিতে চালিয়ে নিয়ে যান।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ছাদ উড়ে গেলেও চলে বহুদূর

মুন্সিগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ২:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যাওয়ার পরও চালক সেটি ছয় কিলোমিটার বেপরোয়া গতিতে চালিয়ে নিয়ে যান।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কামারখোলা সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
বরিশালগামী ‘বরিশাল এক্সপ্রেস লিমিটেড’ বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর বাসটির ছাদ ভেঙে পেছনে আটকে গেলে তা কিছুদূর গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বাসটি আরও দুটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় এবং আতঙ্কগ্রস্ত যাত্রীরা চিৎকার করলেও চালক থামাননি।
শেষ পর্যন্ত লৌহজংয়ের কুমারভোগ এলাকায় স্থানীয়রা বাসটি থামিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। এতে একজন যাত্রী আহত হন, যিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
ঘটনার পর চালক, তার সহকারী ও মালিক পালিয়ে যান। হাসাড়া হাইওয়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
১১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর